শিশুতোষ ছড়া- ৬
*********
মৌমাছিরা ব্যস্ত অনেক
দূরের গাঁয়ে গিয়ে,
নানান ফুলের উপর বসে
আসছে মধু নিয়ে।
একটা থাকে রাণী মাছি
সবার খবর জানে,
তাইতো সকল শ্রমিক মাছি
রাণীর কথা মানে।
একটা চাকে হাজার মাছি
থাকছে মিলে মিশে,
নেই ঝগড়া নেইকো বিবাদ
মৌমাছিদের দেশে।
------------