শত রূপে শতরূপা
হৃদয় আকাশে একা,
শত বার দিয়ে যাও উঁকি।
আমি যেন আনমনে
কহি কথা তব সনে,
বিনা রঙে তব ছবি আঁকি।
ভরিয়া কল্পলোক
লিখি আমি যতো শ্লোক,
তুমি মোর কবিতার রানি।
প্রকাশ বা অপ্রকাশে
বাঁচি আমি তব মাঝে,
কানে বাজে তোমারই বাণী।
হৃদয় আকাশে মম
পূবাকাশে রবি সম
অত্যুজ্জ্বল রূপবতী মুখ।
নিদ্রা বা জাগরণে
পূজা কি বা পার্বণে,
স্মরি লভি সীমাহীন সুখ।
অগোছালো ক্ষণ-সূচী
বায়ুহীনা যেন বাঁচি,
বাস করি ভিন্ কোন গ্রহে।
অজাতশত্রু জনে
সন্ত্রস্ত প্রতি ক্ষণে,
নিপতিত চির চেনা দ্রোহে।
প্রেমহীন তব প্রেমে
অজানা উজানে টানে,
তবু ভাসি না পাওয়ার সুখে।
যেথা শুধু মরিচীকা
নাহি লেশ সুখ রেখা,
তবু সুখ ওই মায়া মুখে।
নশ্বর ধরাধমে
উৎসর্গ তব নামে,
স্ব-হাস্যে করি মম সুখ।
অসীম ওপাড়ে গিয়া
তোমারে লভিয়া প্রিয়া,
পাসরিব মোর যতো দুখ।।