মা যে আমায় গর্ভে ধরে
হাজার রকম কষ্ট করে
দিলেন বুকে ঠাঁই।
কষ্টে করেন রাত্রি যাপন
স্বার্থ ছাড়া এমন আপন
এই ভুবনে নাই।
মা যে আমার সবার সেরা
সুখ মমতা মায়ায় ঘেরা
খোদার দেয়া দান।
দেখলে তাঁহার পবিত্র মুখ
দূর হয়ে যায় সমস্ত দুখ
ভাসায় সুখের বান।
এই দুনিয়ায় সৃষ্টি যত
আরকিছু নয় মায়ের মতো
মা'ই আমার সব।
আমার মাকে সুস্থ্য রেখো
দুই জাহানে তুমিই দেখো
ওহে মহান রব।
মাকে সুখে রাখার লাগি
জনম ভরা যদিও জাগি
সইবে আমার গা'য়।
ছোট্ট মাথায় যেটুক্ বুঝি
তোমার মাঝে স্বর্গ খুঁজি
ঠাঁই দিও মা পা'য়।
------------------