চাঁদবদনী মিষ্টিমুখী
কোথায় রে তোর ঘর?
স্বপ্নে এসে বুকের মাঝে
তুলিস কেন ঝর?
কপাল বেয়ে উপচে পড়ে
মেঘের মতো চুল,
দুই পাশে দুই কানের লতে
ঝুমকো জোড়া দুল।
ডাগর চোখে কাজল রেখা
নাকটা যেন বাঁশি,
রক্তজবা ঠোঁটের কোণে
মন ভুলানো হাসি।
পদ্ম ফোটা ঝিলের মতো
চোখ দু'টো তার ভাসে,
হাসলে যেন মুক্তো ঝরে
শিশির ভেজা ঘাসে।
সাদা রঙের তাতের শাড়ি
ব্লাউজটা ছিলো কালো,
সাঁঝের বেলায় অন্ধকারে
ঠিক জোনাকের আলো।
এক পলকের একটু দেখায়
লাগলো কী যে মায়া,
মন গহীনে ভাসছে শুধুই
সেই মায়াবীর ছায়া।