মে দিবসের প্রহসন
- ইয়ামিন বসুনিয়া
*********************
মে দিবসের লৌকিকতা
করতে হবে কেন?
আজকে সকল শ্রমিক তোমার
চায় করুণা যেন?
তাদের লাগি আজকে তোমার
বইছে মায়ার ঢল।
গড়িয়ে পড়ে দু'চোখ বেয়ে
মায়া কান্নার জল।
সারা বছর তাদের দেখি
রাখলে পায়ের তলে,
মাইনে ছাড়াই খাটাও তাদের
তোমার পেশির বলে।
দেখলে শ্রমিক তোমার মাথা
সদাই থাকে হট,
পান থেকে চুন খসলে পরেই
চাকরি করো নট।
তোমার বাড়ির ইটের গায়ে
যাদের রক্ত ঘাম,
বলতে পারো সেই শ্রমিকের
দু'একজনের নাম?
মনের সুখে সেথায় বসে
করছো ভূঁরিভোজ,
আজ করোনার দুঃসময়ে
রাখছো তাদের খোঁজ?
সুখটা তোমার সবার আগে
তাদের কথা পিছে,
আজকে তোমার এমন দয়া
সত্যি সবই মিছে।
লোক দেখানো এই ন্যাকামির
হয় কি কোন মানে?
অভিনয় না ভালোবাসা
খোদ বিধাতা জানে।
বাসলে ভালো নয়কো দূরে
হাতটা রেখো হাতে,
দুঃখ সুখে রাখবে খবর
থাকবে তাদের সাথে।
-----++++------