আজকে বড় ইচ্ছে করে শপথ ভাঙি,
অঘোষিত তোমার প্রেমে হৃদয় রাঙি।
যতো প্রীতি বুকের ঘরে রাখছি পুষে,
অবাধ্য সব মাতাল মায়া উঠছে ফুঁসে।
ইচ্ছেগুলো মানছে না আর কোন বাঁধা,
মনটা বলে সাজতে শুধু শ্যাম আর রাধা।
ওয়াদা করা শর্ত যেন গুড়িয়ে ফেলি,
ইচ্ছে করে তোমায় নিয়ে পাখনা মেলি।
আজকে যেন নিষেধগুলো মানতে মানা,
নিবিড় প্রেমে রাখবো ঢেকে বিছিয়ে ডানা।
বইছে হাওয়া বুকের মাঝে তুমুল বেগে,
ইচ্ছে করে তোমায় নিয়ে ভাসবো মেঘে।
উড়নচণ্ডী স্বপ্নগুলো করছে তাড়া,
লাভ কি তবে আজকে ভেবে বাঁচা-মরা?
স্নায়ুগুলো পেছন থেকে করছে ধাওয়া,
লাভ কি ভেবে একজীবনের চাওয়া পাওয়া!
--------------+++++++----------