ফেইসবুকে চোখ রাখি
আজ খুব ভোরে,
দেখলাম দেশটা তো
ভরে গেছে চোরে।
জনগণ ভুখা থাকে
চোরে খায় চাল,
নেতা করে হরিলুট
রিলিফের মাল।
ক্ষমতার আবডালে
কিছুকিছু নেতা,
চোরদের মস্তকে
ধরে রাখে ছাতা।
চোরদের ধরে না তো
যেন কোন পাপে,
ধরা খেলে ছেড়ে দেয়
তার কোন বাপে।
মানুষ তো নয় তারা
যেন গরু- মোষ,
নয়তোবা হতে পারে
রক্তের দোষ।
সেবকের নামে তারা
করে রাহাজানি,
নির্দোষ সরকারে
টানে তার ঘানি।
নেতা দেয় সান্ত্বনা
মিঠামিঠা বোল,
গরীবের বস্তিতে
কান্নার রোল।
অমানুষ, তোর আছে
জোড় জনবল,
তোর চেয়ে ভালো আছে
কুকুরের দল।
তোর মতো করে নাতো
কভু জোরাজোরি
মালিকের অগোচরে
করে নাতো চুরি।
কুকুরের কাছে তোরা
নে না আজ শিক্ষা,
চিরতরে ভালো হবি
হোক এটা দীক্ষা।
----+++----