দেশটা যখন থাকছে ডুবে
নোংরা বানের জলে,
বিশুদ্ধ জল মিলবে তখন
গভীর মাটির তলে।
পানির মাঝেই বসত তবু
খাবার পান নাই,
বাঁচতে হলে খাবার পানি
জোগার করা চাই।
এই সমাজেও অনেক মানুষ
বন্ধু সবাই নয়,
সুযোগ পেলেই তোমার পিছে
মন্দ কথা কয়।
জবাব দিতে সেসব কথার
রাখবে মনোবল,
থাকতে হবে সঠিক পথে
নিত্য অবিচল।
স্বার্থকতায় জয়ের মালা
উঠবে তোমার গলে,
থাকবে সেদিন হায়েনা গুলো
তোমার পায়ের তলে।
-----+++++----