মানুষের মত মানুষ হতে
জ্ঞান গরিমায় শীর্ষে যেতে
জ্ঞানের তালাশ করো,
লোভ লালসা ছাড়তে হলে
মনুষ্যত্ব আর বিবেক বলে
ধর্মে জীবন গড়ো।
যখন তোমার ক্লান্ত চরণ
হাঁটতে তোমায় করবে বারণ
থামবে নাকো তবু।
নিদ্রা যখন চোখের তারায়
অলসতার হাতটি বাড়ায়
সায় দিবে না কভু।
চলবে সদাই সত্য পথে
ক্ষণস্থায়ী জীবন রথে
কষ্ট হলেও খুব।
ন্যায় নীতি ও হিতের কাজে
থাকবে সদা বীরের সাজে
রইবে নাকো চুপ।
অনাথ দুঃখী আসলে দ্বারে
খুব সমীহ করবে তারে,
পারলে করো দান।
রাখলে পরে কেউ আমানত
করবে নাকো তার খেয়ানত
বাড়বে তোমার মান।
-----+++++-----