মানিক আমার
- ইয়ামিন বসুনিয়া
**********************
আমায় ছেড়ে পালিয়ে যাবার সাধ হয়েছে খুব?
দেনা আমার কথার জবাব থাকিস কেন চুপ?
কোন কারণে আমার ছেড়ে উড়াল দিতে চাস?
খুব কি তোকে কষ্টে রাখি বছর বারোমাস?
বলনা আমায় সত্যি করে কোনটা আমার দোষ,
কোন কারণে রাখিস বুকে পাহাড় সমান রোষ?
উনিশ বছর ধরে আমায় বুঝতে কি তোর বাকি?
হঠাৎ করে তাই দিতে চাস আমায় করুণ ফাঁকি?
কথা ছিল গুঁজবো খোঁপায় রক্তগোলাপ আনি,
খুব আদরে মুছিয়ে দেবো ঝরলে চোখের পানি।
হাজার কথা হলেও কভু কববো না তো রাগ,
করবো সদাই দুঃখ-সুখের সমান সমান ভাগ।
আমি হলাম মিথ্যেবাদী অনেক দূরে থাকি,
মিথ্যে কথার ফুলঝুরিতে ভুলিয়ে তোকে রাখি।
ভুল না বুঝে লক্ষ্মী মানিক করিস আমায় ক্ষমা,
খুনসুটি আর ভালোবাসা তোর লাগি সব জমা।
সত্যি মানিক তুই ছাড়া যে অন্ধ আমার সব,
এই দুনিয়ার কেউ না জানুক জানে আমার রব।
একহৃদয়ের নিংড়ানো প্রেম তোর পরানে রাখা,
আমার চোখের স্বপ্নগুলো তোর তুলিতে আঁকা।
তুই ছাড়া যে মেয়েরা আমার ভাসবে অথৈ জলে,
দোহাই লাগে আমার আগে যাসনা কোন ছলে।
আমি সদাই খোদার কাছে এই মোনাজাত করি,
তুই বেঁচে থাক, তোর কোলেতে আমিই যেন মরি।
-----------++++++---------