আমি তোমার মনআকাশে
উড়ন্ত এক ঘুড়ি,
যেমন খুশি উড়াও আমায়
তেমন করেই উড়ি।
নাটাই সুতোর নিঠুর খেলায়
নিত্য পরাও ফাঁসি,
নিলাম করেও বুকের জমিন
তোমার সুখে হাসি।
তোমার খুশি খেয়ালের বশে
করছ আমায় বলি,
চোখ রাঙালেই পালাই দূরে
আদর দিলেই গলি।
আমি পরাই তোমার পায়ে
ভালোবাসার মল,
তুমি ঝরাও খুব যতনে
আমার চোখের জল।
সুখের দামে দুঃখ কিনে
কাটলো জীবনবেলা,
আর লাগেনা ভালো আমার
মেঘ-রোদ্দুর খেলা।
------+++-----