"মা" দিবস মানি না
- ইয়ামিন বসুনিয়া
*********************
মা দিবসের একটি দিনে
মা কেন মা হবে,
এই দুনিয়ার একটা জীবন
মা তো বুকেই রবে।
মাকে ভালোবাসার তরে
থাকবে কেন দিন,
এক জীবনে যায় কি শোধা
মা দুঃখিনীর ঋণ?
মা জননী কানলো কতো
তোমায় ধরে পেটে,
সেই জননী কাঁদেন কেন
বৃদ্ধাশ্রমের গেটে?
রূপসী বউ, টম আর টমি
ঠিক ভরেছ ঘর,
যার রক্ত চুষে বাড়লে পেটে
সে মা'ই হলো পর?
মায়ের গলায় ধাক্কা মেরে
তুলছ গায়ে হাত,
কুত্তা বিড়াল খাওয়াও কত
মা'র হল না ভাত?
হায় অভাগা চিনলি নারে
মা ছিল কোন জাত,
মরলে সে মা পাবি কোথায়
দোয়া করার হাত?
নরম গলায় কথা বলো
উহ্ যেন না বলে,
আল্লাহ বলেন নইলে আমল
ভেস্তে যাবে চলে।
যুদ্ধে যাবো,করবো জেহাদ
ছাড়বো আমি ঘর,
রসুল(সাঃ) বলেন বাড়ি গিয়ে
মায়ের সেবা কর।
মা দিবসে মাকে নিয়ে
কতই মাতামাতি,
হাজার দুখী মায়ের ঘরে
তাও জ্বলে না বাতি।
তাইত তোদের একটা দিবস
আমি মানবো না,
সারাজীবন থাকবে বুকে
প্রাণের প্রিয় "মা"।
-------+++++------