লাল পরি
-ইয়ামিন বসুনিয়া
****************
রংধনুর ওই লাল রংটা
গায়ে মেখছ বলে,
ফাগুন মাসের আগুন যেন
অঙ্গে তোমার জ্বলে।
কৃষ্ণচূড়ার রাঙা আবির
সব নিয়েছ ঠোঁটে
সৌরভে তার মাতাল ওলি
এক নিমিষেই জোটে।
কাজল দীঘির কাজল তুমি
মাখলে ডাগর চোখে,
বন বাঁধারের হরিণগুলো
তোমার দিকেই দেখে।
মালায় বালায় লাগছে দারুণ
মেঘ কালো ঐ কেশ,
সাদা মনে বলছি তোমায়
লাগছে কিন্তু বেশ।
-------++++++-------