কৃতদাস এ মন সারাক্ষণ থাকে
তোমার দুয়ারে পড়ে,
তোমার আঁচলে শুয়ে সারাক্ষাণ
সুখের সৌধ গড়ে।
দরদী তোমার পাঠশালা থেকে
পায় না কখনও ছুটি,
শত পাহারায় বেঁধে রাখে কষে
মায়াময় চোখ দুটি।
বাধ্য এ মন সীমানা পেরিয়ে
ধারে না তো কারো ধার,
তোমার প্রমের শেষ সীমারেখা
হয়নি কখনোও পার।
জীবন সাগরে, ধূ-ধূ বেলাভূমে
ঝড় যদি আসে কভু,
তোমার মনের অতল গহ্বরে
খুঁজে মোরে পাবে তবু।
বিভীষিকাময় কোন কালো রাতে
স্বপ্ন দেখেছি ভোরে,
শ্রান্ত এ মন পড়ে আছে তবু
তোমারই প্রেমের দোরে।