তোমার আকাশ জ্যোৎস্না ভরা
করছে খেলা লক্ষ তারা,
আমার নাহয় আমাবস্যা
জীবন নিশি আঁধার ভরা।
তোমার এখন ভরা যৌবন
ভর্তি বাগান ফুলে ফুলে,
মৌমাছি তাই মধুর লোভে
মেলছে ডানা দলে দলে।
এখন তোমার খুব নিকটে
রঙের যত মানুষ আছে,
দিন ফুরালে সাঁঝের বেলায়
বুঝবে শেষে সব'ই মিছে।
এত আপন লোকের ভীরে
আপন চেনা জটিল ভবে,
খুব সহজে চিনবে আপন
চামড়াটা যেই কুচকে যাবে।
সুখের দিনে দুধের মাছি
জাপটে ধরে মধুর নেশায়,
সার্থ শেষে সটকে পরে
যেমন করে আখের গোছায়।
বিয়ে বাড়ির নিয়ন আলোয়
তাবুর নীচে সোনার খুঁটি,
নিভলে আলো, ছিড়লে কাগজ
দেখবে খাঁড়া বাঁশের লাঠি।
আমি তোমায় বলছি"জানু"
কসম,নিখাঁদ ভালবাসি,
পাবে আমায় এক'ই রকম
যদিও বয়স হয়গো আশি।
আমার হেন ভালবাসা
অবলীলায় ঠেলছ পায়ে,
তবুও তোমায় নিজের ভাবি
কষ্ট কোন নেইনা গায়ে।
একটা কথা রাখবে স্মরণ
যদি দৈবাৎ বিপদ আসে,
বন্ধ হলেও সকল দুয়ার
একটা খোলা থাকবে শেষে।
সেটাই আমি,শত্রু তোমার
ডাক যদি বেলা অবেলায়,
জড়িয়ে নিব বুকের মাঝে
ভাসাবো তোমার সুখের ভেলায়।
।। কথা দিলাম।।
-------------++++++----------