কেমন করে বলতো পারিস
বাসতে এতো ভালো,
এক নিমিষেই জ্বালতে পারিস
আঁধার ঠেলে আলো।
সোনার কাঠি,রূপোর কাঠি
কষ্টিপাথর তুই,
তোর মায়াবী ছোঁয়ায় রাঙে
আমার বিরান ভূঁই।
আগ্নেয়গিরির আগুন নেভাস
মিষ্টি আলিঙ্গনে।
মন উচাটন বেজায় থাকে
মিলতে যে তোর সনে।
বন্ধু বলিস শত্রু বলিস
তুইতো আমার সব,
কানকুহরে কেবল বাজে
তোরই কলরব।
হারাস যদি জীবন থেকে
প্রদীপ হবে লীন,
রাখিস বেঁধে বুকের সাথে
যাস না কোনদিন।
------- --++++++---------