রোজা শেষে এলো ঈদ
সকলের  দুয়ারে,
কথা ছিলো খুশি হবে
ম্যাম থেকে বুয়ারে।

নয়া জামা  জুতা পরে
খুশি হবে সকলে,
কিন্ত সে সুখগুলো
গেলো কার দখলে?

বাজারেতে লোক নেই
পথ-ঘাট ফাকারে,
অনেকেরই কাজ নেই
হাতে নেই টাকারে।

চারিদিকে লকডাউন
অসহায় দুনিয়া,
মাস শেষে মালিকেরা
ভাড়া নেয় গুনিয়া,

তবু চোরে  চুরি  করে
বড় করে ভুঁড়িটা,
ঈদে আছে অনাহারে
বস্তির  বুড়িটা।

বড়দের  কাছে  তবু
মানবতা বড় না,
ঈদগাহে  হাসি খুশি
সব খেলো করোনা।
------++++----