মেয়ে শুনতে কি পাও তুমি
তোমায় ভালোবাসি আমি।
তোমার ডাগর চোখের মায়া
মনে ফেলছে আমার ছায়া।
তোমার দীঘল কালো কেশ
ভাল লাগছে আমায় বেশ।
তোমার সিঁথির ও পথ ধরে
আমি যাবো অনেক দূরে।
তোমার বাঁকা ঠোঁটের হাসি
যেন পরায় আমার ফাঁসি।
তোমার ঠোঁটের কালো তিল
আছে তারার সাথে মিল।
তোমার মিষ্টি কথার মধু
আমায় করলো এ কোন যাদু।
তোমার বাঁকা ভুরুর বাণে
আমায় হ্যাচকা জোরে টানে।
যুগল হাতে কাঁচের চুড়ি
আমায় উড়ায় যেমন ঘুড়ি,
নাটাই ঘুরও নিজের হাতে
দেখাও স্বপন দিনে রাতে।
তোমার চোখের সরোবরে
আমার প্রেম যে ডুবে মরে।
তুমি মানুষ না কি পরী
আমি ভেবেই শুধু মরি।
তোমার ঝুমকো দোলে কানে
আমায় ভাসায় সুখের বানে।
পায়ে আলতা,রুপোর মলে
রূপে অঙ্গ তোমার জ্বলে।
শুধু বল আমার হবে
জীবন রাখবো বাজি তবে।
যদি হাতটা ধরো শুধু
পাড়ি দেবো সাহারা ধুধু।
তোমায় শুভ্র পরীর বেশে
নিয়ে ঘুরবো মেঘের দেশে।
দেব সুখ যে রাশি রাশি
তোমায় সত্যি ভালোবাসি।
------++++++-----