বন্ধু রে আজ তোর সোনা মুখ
পড়ছে ভীষণ মনে।
পড়ছে মনে সোনার অতীত
আজ কেন এই ক্ষণে?
তুই তো জানি ভালই আছিস
স্মৃতির পাহাড় ভুলে,
জড়িয়ে আছে সে সব স্মৃতি
আমার মর্ম মূলে।
তুই তো আমায় দূরের ভাবিস
ভাবিস বিষের বড়ি,
তোর ঘাটেতেই বান্ধা আজও
আমার প্রেমের তরী।
ঠিক জানি না কার মোহতে
করলি আমায় পর?
তার পরও তুই বন্ধু আমার
সারা জীবন ভর।
যেথায় থাকিস ভাল থাকিস
সব ভালদের সাথে,
খুঁজবো তোকে তারার মাঝে
মন খারাপের রাতে।
আজকে নাকি বন্ধু দিবস
ভাবছি মনে মনে,
কেমন আছিস বন্ধু রে তুই
খুঁজছি জনে জনে?
-----++++-----