আকাশ সেজেছে বাহারি আভায়
প্রকৃতি সেজেছে ফুলে,
উর্বশী প্রিয়া দারুণ সেজেছে
সোনালী ঝুমকো দুলে।
কালো জমিনের লালপেড়ে শাড়ি
ললাটে কাজল টিপ,
দিবালোকে যেন জ্বালিয়ে রেখেছে
সন্ধ্যা তারার দীপ।
রামধনু থেকে রঙ চুরি করে
আবীর মেখেছে ঠোঁটে,
গোলাপি গালের সৌরভে তার
রক্ত করবী ফোটে।
পদ্মলোচন একজোড়া ঝিলে
কাজল বোলানো ঢেউ,
মেঘকালো কেশে এমন রূপসী
দেখেছে কি কভু কেউ?
নগ্ন গ্রীবায় শোভিছে তাহার
গোছা ভরা মতিহার,
এলোকেশী ওগো সুহাসিনী সখী
বলে যেও তুমি কার?
------++++------