সমাজটা এলোমেলো
নেই কোন সমতা,
গরীবের প্রতি কারো
নেই মায়া-মমতা।

ধনবান যাঁতে যেনো
মাথা 'পরে চড়িয়া,
জীবনটা বাঁচাতেই
গরীবেরা মরিয়া।

ভাবনায় থাকে সদা
দালানটা গড়াতে,
নিরালায় বসে ভাবে
দরিয়াটা ভরাতে।

স্বপ্ন তো দেখে তারা
নিজেদের ঘিরিয়া,
সমাজের গরীবেরা
তুরুপের চিড়িয়া।

শোষণের যাঁতাকলে
ছোটরা তো বাঁচে না,
মরা আর বাঁচাটাও
আজ কেউ যাঁচে না।

কবে এই জাতিটার
বিবেকটা জাগবে,
দেশ থেকে জঘন্য
অবিচার   ভাগবে।
----+++-----