মোল্লাগোরে চিমটি দিয়া
ফায়দা কি পান ভাই?
আপনাগো চৌদ্দ গোষ্ঠীতে কি
কোন মোল্লা নাই?
যার পিছনে নামাজ পড়েন
হেইডাও একটা মোল্লা,
আসল কথা কইতে গেলেই
কামড় দিবো বোল্লা।
আপনার মায়ের ইজাব কবুল
কে পড়াইছে জানেন?
মায়ের কাছে শুইনা লইয়া
মোল্লাগোরে মানেন।
সেইদিন যদি একজন মোল্লা
সেইখানে না যাইতো,
এই সমাজে আপনারে সব
জাউরা পোলা কইতো।
আপনার জন্মের পরে একজন
মোল্লা আজান দিছে,
চোখডা ছুঁয়া কনতো দেহি
সেই কথা কি মিছে?
আপনার বাপের মরার পরেও
একজন মোল্লা চাই,
মোল্লা ছাড়া হেই জানাযার
কোন উপায় নাই।
মোল্লা হইলেও মানুষ বটে
ফেরেশতা তো না রে,
মানুষ মাত্রই একটু আধটু
ভুলতো হতেই পারে।
হুদাই মোল্লার পিছে লাইগা
লাভটা কি গো ভাইয়া?
ট্যারডা পাইবেন মরার পরে
কবর দেশে যাইয়া।
কাঠ মোল্লা আর লোহা মোল্লা
যেমন মোল্লাই কন,
আপনার চাইয়া ভালা কি না
একটু দেইখা লন।
আসেন গো ভাই সবাই মিল্লা
একটু উদার হই,
হিসাব কইরা দেখেন কেহই
ভুলের উর্ধে নই।
-------+++++------