কাঠফাটা রোদ্দুর
চোখ যায় যদ্দুর
কোথা নেই এতটুকু ছায়া।
রোদ দেখে মনে হয়
প্রকৃতিটা নির্দয়
নেই যেন এতোটুকু মায়া।
মাঠ ফেটে চৌচির
চোখে জল বৌ-ঝিঁর
কৃষকের চোখ শুধু মেঘে।
বুক ফাটা তৃষ্ণায়
প্রাণ যেন যায়যায়
সূর্যটা আছে বুঝি রেগে।
পুকুরেতে নেই মাছ
মরে গেছে চারাগাছ
গরু-মোষ যেন আধা মরা।
হাওয়া নেই একচুল
অসহায় প্রাণীকুল
তবু শেষ হয় নাতো খরা।
জনমে আজন্ম পাপ
গায়ে মেখে খরতাপ
কেউ চলে জীবিকার খোঁজে।
কেউ করে হররোজ
রকমারি ভুঁড়ি ভোজ
অনাথের ব্যথা কেবা বোঝে?