তোর মন খারাপের দেশে
আমি ঘুরবো বাউল বেশে,
আমার একতারাটার গানে
তুই ভাসবি প্রেমের বানে।
তোর সিঁথির ওপথ ধরে
আমি হাঁটবো জনম ভরে,
কোন্ মাতাল মায়ার টানে
শুধুই বুকের ভেতর হানে।
তোর সিঁদুর মাখা ভালে
মনে চিতার আগুন জ্বালে,
আমি আবীর মেখে থাকি
কখন পরিয়ে দেবো রাখী।
যখন সাজাস বরণডালা
আমার খেই হারাবার পালা,
কেবল বিভোর হয়ে শুনি
আশায় মিলন প্রহর গুনি।
দেনা বাড়বে দিনেদিনে
পড়ে থাকবি অথৈ ঋণে,
যখন বাজবে অবুঝ বোধে
পাগল থাকবি দেনা শোধে।
আমার কল্পলোকের নারী
দেবো জনম জনম আড়ি,
যখন আসবে আমায় বুঝে
তখন আর পাবি না খুঁজে।