শিশুতোষ ছড়া-১১
কালো বিড়াল আমার ভাগের
দুধ খেয়েছে কাল,
আসুক এবার পেলেই দেখা
ঝাড়বো রাগের ঝাল।
মুরগী ছানা করলো চুরি
একটা ইঁদুর ধেড়ে,
বিড়াল তখন ইঁদুর থেকে
বাচ্চা নিলো কেড়ে।
বিড়াল এতোই উপকারী
আগে কি আর জানি?
এই ঘটনা দেখেই আমার
রাগটা হলো পানি।