বোশেখ এলেই কালবোশেখি
একটা ভয়ের নাম,
গরিব দুঃখীর জান ও মালের
রয় না কোন দাম।
সাঝের বেলায় ঈশান কোণে
আকাশ যখন সাজে,
দানব যেন মেঘের ভিতর
গুড়ুম গুড়ুম বাজে।
দমকা হাওয়ায় হঠাৎ করে
আসলো যখন ঝড়,
ক্ষেতের ফসল গুড়িয়ে দিল
উড়িয়ে নিল ঘর।
তারের খুটি উপড়ে গেলো
তড়িৎ কোথাও নাই,
টিনের চালে পড়লো কাটা
আমার দুধেল গাই।
শিলের চোটে বোশেখ মাসে
আম গেল সব ঝরে,
বাঁশ বাগানে সারস পাখির
বাচ্চা গেল মরে।
কালবোশেখির হানার কথা
বলবো কি আর ভাই,
ফল ফসলের ব্যাপক ক্ষতি
দুখের সীমা নাই।
-----++++-----