শিশুতোষ ছড়া
***********
টুকটুকে এক টিয়ে
বসলো ডালে গিয়ে
একটা কাকের বাচ্চা পেলো খোঁজ।
ঠোঁট কেন তার লাল
খায় বুঝি সে ঝাল?
ঘুম নেই তার, কাকটা ভাবে রোজ।
ইস! দেখে তার রূপ
হিংসে হলো খুব
বললো মাকে, টিয়ের মতো হবো।
ঠোঁটগুলো লাল নিয়ে
শ্বশুর বাড়ি গিয়ে
বরের সাথে অনেক সুখে রবো।
বললো কাকের মা
দঃখ করিস না
পাগলি আমার, তাই কখনো হয়?
সৃষ্টি আছে যতো
সবাই সবার মতো
কারো থেকে কেউ তো ছোট নয়।
----------+++++---------