সমাজের কিছু কীট
দাবী করে যৌতুক,
কনেদের পিতা নিয়ে
করে যেন কৌতুক।
বজ্জাত কিপটে
কাছে আয় বলি শোন,
কার কাছে টাকা চাস
ঘরে তোর নাই বোন?
শ্বশুরের টাকা নিয়ে
গড়ে ফুলশয্যা,
জোর করে টাকা নিতে
লাগে না কি লজ্জা?
অন্যের টাকা নিয়ে
বিদেশেতে হানিমুন,
বংশের মুখে কেন
মেখে দিস কালিচুন?
দরকার বেশি হলে
রোজগার করে খা,
তা না হলে ভিক্ষার
থালা নিয়ে বসে যা।
এসো সবে এক হই
একসাথে পথ চলি,
সবে মিলে একসাথে
যৌতুকে "না" বলি।
-----++++-----