শামেরিক
---------
বল তো দেখি সব জিনিসের দাম বাড়ে ক্যান রমজানে?
জবাবটা এর আমি কেন আমার বাবাও কম জানে।
নাকের ডগায় ঘোরায় ছড়ি
আমজনতা মরলে মরি,
পুঁজিপতির বুদ্ধি বিবেক খাইলো ধুয়ে কোন্ বানে?
স্বার্থ লোভে গরীব- দুঃখীর বুকের মাঝে শেল হানে।
------------------------------------