জীবন কাকে বলে?
তুমি ঘুমাও দালান ঘরে
এসির হাওয়া মাথার পরে
গোসল ঝর্ণাজলে।
ইস্টিশনের পতিত গাড়ি
ওটাই এখন আমার বাড়ি,
নয়তো গাছের তলে।
একেই জীবন বলে.....
জীবন কাকে বলে?
যখন তোমার অলস রাতে
খোশমেজাজে প্রিয়ার সাথে
গল্পগুজব চলে।
তখন পেটে ক্ষুধার ফাঁসি
দুঃখ ভুলে তবুও হাসি
কান্না ঢাকার ছলে
একেই জীবন বলে.....
জীবন কাকে বলে?
যখন তুমি খুশির বানে
বিলাস উড়াও বিড়ির টানে
আড্ডা সপিং মলে।
তখন আমার দুখের দিনে
রোগের শরীর ওষুধহীনে
কবর পানে চলে।
একেই জীবন বলে.....
----++++-----