যেমন বলি তেমন চলি
   গুল মারি না গুল,
যা করি তা সঠিক করি
    ভুল করি না ভুল।

কসম করে ঠিক বলেছি        
  চুল ছোঁবো তোর চুল,
আলতো হাতে কানের লতে
     দুল পরাবো দুল।

কামরে ধরে থাকবো পড়ে
      মূল শেকড়ে মূল,
লক্ষী মানিক নড়লে খানিক
      হুল ফুটাবো হুল।

পথের কাঁটা, মারবো ঝাটা
     রাখবো নাকো ঝুল,
মরুক দুখে, কারুর বুকে
     হানলে হানুক শূল।

যা  বলি তা  করেই ছাড়ি
     গুল মারি না গুল,
দৃষ্টি আমার, আমার পথে
     সরবো না এক চুল।