যবে তুমি এলে ঝড়ের গতিতে
ভেঙে দিয়ে সব বাঁধা,
জীবন বীণার ধূলো মুছে ফেলে
শুরু হলো সুর সাধা।
মৃত গোলাপের শুষ্ক শাখায়
ফোটলে নতুন কলি,
নিঘুম আঁখিতে ঘুম এনে দিলে
কানেকানে কথা বলি।
অভ্যাস হয়ে শরীরে মিশেছ
দখলে নিয়েছ সব,
নিপুণ মায়ায় কব্জা করেছ
জীবনের কলরব।
ভালোবেসে তুমি শাসন করেছ
সবটা নিয়েছি মেনে,
নিজের উপরে প্রাধান্য দিয়েছি
তোমাকে সত্য জেনে।
সরলতা দেখে চড়াও হয়েছে
দুয়ারে এসেছ যেচে,
উদারতা দেখে ভেবেছ কি তুমি
স্বত্বা দিয়েছি বেঁচে?
আমার আমিকে তুচ্ছ করার
কে দিয়েছে অধিকার?
জোর করে কভু হৃদয় সাজাতে
বলবো না অনিবার।
সরলতা হলো স্বভাবের গুণ
দুর্বল নইতো কভু,
থাকনা হৃদয়ে যাতনা, অভাব
চালিয়ে নেবেন প্রভু।
ঘোর অমানিশা, নিকষ তিমিরে
যখন আঁধার রাত,
বাঁচার তাগিদে পথ করে নেবো
ছেড়ে দাও যদি হাত।