কানে কানে শোন
তুই আমি মিলে
যেথা গেলে শুধু
সুখ লাগে দিলে।
চলে যাব দূরে
তাকাবো না পিছু,
চাইবো না আর
কারো কাছে কিছু।
দুইজনে মিলে
শুধু সখা সখি,
পড়ে রবো সেথা
করে মাখামাখি।
শুক আর সারী
করি গড়াগড়ি
রবে শুধু প্রেম
থাকবে না আড়ি।
থাকবে না দুখ
সুখ রাশি রাশি,
বিদ্বেষহীন
ভালোবাসাবাসি।
চল তবে যাই
নেই কোন মানা,
কোথা যাবি শুনি?
ঠিক নেই জানা...!
------+++++-------