তুমি যদি কখনো হও চাঁদ
আমি হতাম নিঝুম কালো রাত,
হয়তো আমি থাকব ভয়ে ভীত
তুমি আমায় করবে আলোকিত,
তোমার আলোয় রাঙিয়ে নেব মন
হতেই যদি এমন আপনজন!
নয়তো যদি হয়েই যেতে তারা
পরম সুখে হতাম আত্মহারা,
যেথায় হতো তোমার কক্ষপথ
আমি সেথায় হতাম ছায়াপথ,
সব তারকা যেমন করে ঘুরে
ঘুরতে তুমি আমার হৃদয় জুড়ে।
হঠাত যদি ঝর্ণা হতে তুমি
জেনে রেখো পাহাড় হতাম আমি,
নাঙা পায়ে চলতে তুমি ধেয়ে
গুনগুনিয়ে আমার গতর বেয়ে,
চলার পথে বিছিয়ে মায়ার চাদর
চটুল প্রিয়ার নিতাম খানিক আদর।
নাহয় ধরো হতেই যদি নদী
হৃদয় খুঁড়ে বইতে নিরবধি,
বুক ভাসিয়ে ডাকতে যদি বান
তবুও তুমি থাকতে আমার "জান",
চলার পথে বিছিয়ে দিতাম মন
পাবে কোথাও এমন আপনজন?
চাইলে নিও পরখ করে কভু,
মনের মানুষ,মন বুঝ না তবু?
-------++++++-------