বছর ঘুরে হিম বুড়িটা
আসলো মোদের বাড়ি,
করতে দেখা আনলো সাথে
মিষ্টি রসের হাড়ি।
অনেক তাজা শাক-সবজি
হরেক রকম পিঠা
আরও আছে রসের পায়েস
খেজুর গুঁড়ের মিঠা।
আসলো যখন সকাল সাঁঝে
সব কুয়াশা ঢাকা,
গাছ- পালা আর দূর্বা ঘাসে
শুভ্র শিশির মাখা।
তাই কি শুধু! আরও আছে
হাড় কাঁপানো শীত,
জোয়ান-বুড়ো সব মানুষের
নাড়িয়ে দিল ভিত।
বইছে বাতাস বরফ মাখা
হিম হয়ে যায় গা,
খড়-কুঁটো আর গাছের পাতা
জ্বালিয়ে সেকে পা।
পশু- পাখি বৃদ্ধ জনের
হয়েছে দূর্গতি,
অসহায় ও বস্ত্রহীনের
করুণ পরিণতি।
গরিব-দুঃখী আর কেহ নয়
মোদের ভগ্নি-ভ্রাতা,
শীতার্তদের বস্ত্র দিতে
জাগাই মানবতা।
হিম বুড়িটার গল্প- গাঁথা
বলবো কি আর ভাই,
রবি শস্যের জোগান দিতে
শীতের জুড়ি নাই।
----- -+++++--------