হারামজাদির বিচার চাই
- ইয়ামিন বসুনিয়া
*********************
বাংলা আমার মাতৃভূমি
বাংলা আমার সোনার দেশ,
এক হারামির মিথ্যাচারে
ভাবমূর্তি করলো শেষ।
সব জাতি আর ধর্ম মিলে
আমরা থাকি যেমন ভাই,
কোন পরাণে বললি মিছা
তোর কি কোন বিবেক নাই?
নেংটি ইঁদুর, হারামজাদি
যেই মা আর বাপের খাস,
বাপ দাদাদের রক্ত খেয়ে
বাপের নামেই কুৎসা গা'স?
নির্যাতনের প্রশ্ন তুলিস
নির্যাতন আর দেখিস না?
অত্যাচারী দেখতে হলে
একটুখানি ভারত যা।
জ্বলছে সেথায় সংখ্যালঘু
জোর করে কয় রামের নাম,
সত্যি করে বলতো দেখি
এই কি কোন ন্যায্য কাম?
আরাকানের মুসলিমেরা
হচ্ছে কেন দেশ ছাড়া?
সাহস করে বলতো এমন
করছে তোদের কেউ তাড়া?
সম্প্রীতি আর ভালোবাসায়
থাকছি সবাই একঘরে,
ঝগড়াঝাটি হতেই পারে
মীমাংসা তার নাই কি রে?
মনে যা তোর কষ্ট ছিল
দেশমাতাকে বল আগে,
বললি গিয়ে ট্রাম্পের কাছে
ট্রাম্প কি তোর বাপ লাগে?
হারামজাদি বেজন্মারা
করিস না আর মিথ্যাচার,
এদেশ আমার রক্তে কেনা
না পোষালে বাংলা ছাড়।
দেশের মায়া করলো না যে
এই দেশে তার জায়গা নাই,
দেশদ্রোহী হারামজাদির
অবিলম্বে বিচার চাই।
------+++++------