শরতের মুখে যবে
বিদায়ের বাঁশি,
কড়ানাড়ে হেমন্ত
দরজায় আসি।
কৃষকের ঘরে ওঠে
গোলা ভরা ধান,
বাউলের মুখে মুখে
জারি সারি গান।
পাড়া গাঁয়ে ঘরে ঘরে
নবান্নের ধুম,
পালাগান কেড়ে নেয়
দু'চোখের ঘুম।
ঘরে ঘরে মেহমান
ভাপা পুলি পিঠা,
মুখে যেন লেগে থাকে
পায়েসের মিঠা।
তাজা শাক সবজির
লেগে গেল মেলা,
হিমবুড়ি চুপিচুপি
আসে ভোর বেলা।
শীতল বাতাস বহে
গাঁদা ফুল বনে,
হেমন্তে সুখ নাচে
সকলের মনে।
-----++++-----