ওরা কোন দল নয়
নয় কোন গোষ্ঠী,
ওরা ছিল বাঙালির
অন্ধের যষ্টি।

ওরা হতো ডাক্তার
ওরা হতো মন্ত্রী,
ওরা শুভাকাঙ্ক্ষী
নয় ষড়যন্ত্রী।

নিরাপদ সড়কের
দাবি ছিল ন্যায্য,
সন্ত্রাসী পিশাচের
হলো না তা সহ্য।

শান্ত সে মিছিলে
ঝরে কেন রক্ত,
তাই তারা প্রতিবাদী
প্রতিরোধে শক্ত।

ফুটপাতে পড়ে কেন
স্বর্গীয় দেবশিশু,
সম্ভ্রম লুটে নিলো
গুটিককত নরপশু।  

দাবি মেনে নেয়নিতো
পাণ্ডুর প্রশাসন,
শিশুদের সাথে কেন
নগ্ন এ প্রহসন?

জাতি দেয় বাহবা
দেখে হাসে বিশ্ব,
চেয়ে দেখে পুলিশেরা
যেন ওরা নিঃস্ব।

ক্লাসে যাও বাবারা
ওরা নিল দীক্ষা,
কচিদের কাছে পেল
জনমের শিক্ষা।
----+++++----