(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গকৃত )
"গুরু"
কী দিয়ে করিবো শুরু?
আজ বুক কাঁপে দুরুদুরু।
আজি এ প্রভাতে শান্ত সমীর
দিনমণি অবিচল,
তব আগমনে বাঙালির ঘরে
বহিছে খুশির ঢল।
শৈশব হতেই ভাবুক হৃদয়ে
লেখালেখি হাতেখড়ি,
মানবতাহীনে বুঝায়ে দিয়াছো
নাকে কানে দিয়ে দড়ি।
নিপুণ কলমে ঠাঁই করে নিলে
কোটি বাঙালির প্রাণে,
সুবাস দিয়াছো বিশ্ববাসীকে
ভাষার অমিয় ঘ্রাণে।
আমরণ ছিলে শোষিতের সাথে
করো নাই বাড়াবাড়ি,
জমিদার হয়েও বুঝেছিলে তুমি
"উপেন"এর আহাজারি।
তোমার রচনা সাহিত্য সঙ্গীত
সাম্যের কথা বলে।
ধর্ম বর্ণ টিকি- টুপি ভুলি
ছিলে মানুষের দলে।
প্রেম-প্রণয়ের মহীরুহ তুমি
তুমি যে অমর শক্তি,
উদার বক্ষে শতকোটি বার
তোমাকে জানাই ভক্তি।
সততই রবে হিয়ার স্মরণে
তুমি হে প্রাণের কবি,
শাশ্বত রবে এই ধরাধামে
দৃপ্ত সোনার রবি।
সৃষ্টিতে আজও অবিনাশী তুমি
হয়ে আছো মহীয়ান,
সমস্বরে তাই বন্দনা গাহি
তোমারই জয়গান।
-----++++-----