রুবাই
------
১।
আদেশ আমার ভাল্লাগেনা, নিষেধ গুলোই টানে,
অনেক ভেবেও ঠিক বুঝি না হচ্ছে কি এর মানে।
আঁধার পথে আলোর নেশায় ছুটছি আমি শুধু,
পরিণামে যাচ্ছি কোথায় উপরওয়ালাই জানে।
২।
এখন যারা মন্দ কুজন ওদের সাথেই মিশি,
ওরাই আমার বন্ধু সুজন ওরাই মাসি পিসি।
আমার চোখে তারাই সেরা, তারাই আমার সব,
চলছি মেনে তাদের আদেশ যেমন মণি-ঋষি।
৩।
ছুটছি কেবল নিরুদ্দেশে মিথ্যে মোহের টানে।
যাচ্ছি ভেসে কোন সুদূরে উথাল পাথাল বানে,
লাগামবিহীন পাগলা ঘোড়া করছে আমার তাড়া,
ছন্নছাড়া এই জীবনের হয় কী কোন মানে?
৪।
আমায় তুমি ফেরাও মালিক সরল সঠিক পথে,
পণ করেছি আজকে থেকে চলবো তোমার মতে।
তোমায় স্মরি হে দয়াময়, দেখাও তোমার আলো,
দাও জ্বালিয়ে তোমার জ্যোতি আমার মনোরথে।
------------++++++---------