ঘুষ সমাচার
          -ইয়ামিন বসুনিয়া
*****************
জ্ঞানী-গুণী সর্বজনে
যে যা বলেন ভাই,
ঘুষের মত সুখাদ্য যে
আমার দেশে নাই।

নেতা মোদের সৎ-নির্ভীক
   পাবলিকে তাই বলে,
    উন্নয়নে শরিক হতে
     ঘুষ না খেলে চলে?

ফ্লাট ভাড়াটাও হয়না জোগাড়
      মাসের বেতন দিয়ে,
কেমনে চলে পোলাপান আর
       বিলাসী বউ নিয়ে।

বস্'তো আমার ঘুষ খান না
       মানুষ যেচে দেয়,
ঘুষের  কথা  শুনলে  তিনি
       সজ্ঞানে কি নেয়?

গরীব-দুঃখীর ভাগ্য তিনি
     বদল করতে গিয়ে,
কোনমতে  আছেন ঢাকায়
      পাঁচটা বাড়ি নিয়ে।

চাঁদের দেশে গিয়েও তারা
  হলেন জমির মালিক,
দু'দিন আগেও ভিটেয় যাদের
    নাচতো জোড়া শালিক।

অন্য কিছু খান না তেমন
    একটু চিবোন পান,
খাওয়ার মাঝে ঘুষটা কেবল
      মজা করেই খান।

অনেক ভেবে মন্ত্রী মশাই
   জায়েজ করলেন ঘুষ,
ঘুষ খাওয়া তাই ওপেন সিক্রেট
     নেইতো কোন দোষ।
--------+++++++-------