দাও! আরও ঘৃণা দাও।
আমি সুরা ভেবে পান করে নেবো।
সুরার সাকিতে রবে ফেনাইত বুঁদবুঁদ।
তাতে বুঁদ হয়ে দেখে নেবো ওই চাঁদমুখ।
দাও আরও অবিশ্বাস রাশিরাশি, সীমাহীন।
সহস্র শতাব্দী পিপাসিত আমি।
সাহারার বুকে ভেবে নেবো ঝমঝম বৃষ্টি।
হোক অনাসৃষ্টি, পলকেই শুষে নেবো মসকের জল।
যাক! ভেঙে যাক সাধকের ধ্যান,
তবু তোমার ঘৃণার জলে মরুভূমি বুকে সাজাবো মরুদ্দান।
গালি দিবে! দাও....
অকথ্যকথন অনিঃশেষ...
আজন্মকাল বুভুক্ষু আমি।
অনাথের প্রতি কৃপা ভেবে গিলে নেবো সব,
অনাহারী পেটে অনিমেষ....
অভিশাপও দিতে পারো প্রিয়।
পরওয়া করি না, মাথা পেতে নেবো, ভেবে নেবো ফুল।
করবো না প্রতিবাদ।
তোমার অকপট ঘৃণা আর অবুঝ অবজ্ঞা,
কবরের মাটি হোক।
আমি হাসি মুখে সয়ে যাবো, ভেবে নেবো প্রেম,
ভেবে নেবো নিখাদ আশীর্বাদ......