জ্ঞানী - গুণী সর্বজনে
যে যা বলেন ভাই,
ঘুষের মত সুখাদ্য আর
আমার দেশে নাই।
বস্'তো আমার ঘুষ খান না
মানুষ যেচে দেয়,
ঘুষের কথা শুনলে তিনি
সজ্ঞানে কি নেয়?
অন্য কিছু খান না তেমন
একটু চিবোন পান,
খাওয়ার মাঝে ঘুষটা কেবল
মজা করেই খান।
ঘুষ ছাড়া তো ফাইল চলে না
কয় না কেহ কথা,
সুখাদ্য এই ঘুষটা এখন
মিলছে যথাতথা।
জেল হাজত আর থানা পুলিশ
শুধুই ঘুষের খেলা,
ডাক্তার বাবুর হয় না দেখা
গড়িয়ে গেলেও বেলা।
ঘুষ ছাড়া তো হয়না এখন
জায়গা কেনা বেঁচা,
উপরি যদি না পায় দালাল
মুখটা করে প্যাঁচা।
কাস্টমসরা ঘুষের বদল
খালাস করে মাল,
আসামীদের ধরতে মিছেই
বিছায় কারেন্ট জাল।
তোমরা যারা আমলা নেতা
বাঙালি কি নও?
ছাড় এসব হারাম কামাই
এবার মানুষ হও।
------++++-----