তুই তো ছিলি এক আকাশে
একটা ধ্রুব তারা,
তোকে নিয়ে থাকতো আমার
মনটা পাগলপারা।
তুই তো ছিলি আঁধার রাতে
পূর্ণি চাঁদের আলো,
ছড়িয়ে দিতি খুশির ঝিলিক
সরিয়ে আঁধার কালো।
তুই তো ছিলি সুখ সাগরে
উপচে পড়া ঢেউ,
তুই যে আমার কি ছিলি তা
আর জানে না কেউ।
কোথা থেকে আসলো ধেয়ে
নাম না জানা ঝড়,
হারিয়ে গেলি জীবন থেকে
করলি আমার পর।
আমি ছিলাম তোর জীবনে
মিথ্যে প্রেমের বলি,
তাইতো এখন পাগল আমায়
সামলে নিয়ে চলি।
আর খুঁজি না কারো আদর
কেটেই গেছে ঘোর,
নিজের চোখে এখন দেখি
নতুন আশার ভোর।
-----++++-----