শিশুতোষ ছড়া-১
যেথা খুশি সেথা যাও
দুনিয়ার দশ দিক,
থামে যদি সবকিছু
ঘড়ি চলে টিক-টিক।
জ্বর হলে থেমে যাই
গিলে খাই বড়িটা,
থামে না তো কোনদিন
দেয়ালের ঘড়িটা।
ঘড়িটা তো কোনদিন
আলসেমি করে না,
এতোকিছু মরে তবু
ঘড়িটা তো মরে না।
ঘড়ি চলে অবিরাম
টিক-টিক টিক-টিক,
সময়ের গান গায়
ঠিক-ঠিক ঠিক-ঠিক।