তার প্রতি লোভ নেই
আর কোন ক্ষোভ নেই
চাই না তো আর জ্বালা বাড়াতে,
যে ভোলার ভুলে যাক
ভুলে গিয়ে ভালো থাক
চাই না তো আর কিছু হারাতে।
জীবনের কিছু কথা
অগোচরে দেয় ব্যথা
অসহায় পড়ে থাকে মনটা,
ক্ষণিকের প্রেম-প্রীতি
সুদিনের কিছু স্মৃতি
মনে পড়ে শুধু সেই ক্ষণটা।
কাদামাখা যেই পথ
ভাঙে শুধু মনরথ
চাই না তো সেই পথ মাড়াতে,
যে পথে জীবন ক্ষয়
আছে শুধু পরাজয়
চাই না তো সেই পথে দাঁড়াতে।
-------++++++-------