পেত্রার্কীয় সনেট
মিলবিন্যাস = অষ্টক-২ট
(কখখক, কখখক)
= ষটক-৩টি (গগ ঘঘ ঙঙ)
সিয়ামের মাস এলো, রোজা যায় চলে
জোর করে বাঁধি মন ফিরে যায় তবু
পাপের অদম্য ক্ষুধা মেটে না তো কভু
যতই বুঝাই তারে সে তো নাহি গলে।
চোখে শুধু মরিচিকা হীরা সম জ্বলে
জীবন সায়াহ্নে প্রাণ করে নিভু নিভু
নেশা মোহ ঘোর তবু কাটে না তো প্রভু
কে রাখে মোহিত করে, কোন মায়া বলে?
কার মোহে কার ধনে মিছে করো আশা
মরুময় বালুচরে কেন বাঁধো বাসা?
কোথা থেকে এলে তুমি, কে বা দিল প্রাণ?
প্রতিকূল ধরা মাঝে কে বা করে ত্রাণ?
তিনি দাতা তিনি ত্রাতা, অদ্বিতীয় রব,
ক্ষমা চাও নতশিরে, তাঁর কাছে সব।
---------+++++++-----------