কই গেলিরে সোনাপাখি
দু'দিন থেকে তোকেই ডাকি
পাইনা তবু খোঁজ।
তুই ডাকলেই জেগে উঠি
দুয়ার খুলে বাইরে ছুটি
মুখটা দেখি রোজ।
দেখনা কতো আদর করি
তোর অভাবে নেহাত মরি
তাই হারানোর ভয়।
দিন যে কাটে মালায়, জ্বালায়
এই পৃথিবীর রঙশালায়
সব কি সমান হয়?
তুই বিহনে শূণ্য খাঁচা
তোকে ছাড়া যায় না বাঁচা
তাই তো তোকে ডাকি।
তুই যে আমার ঘরর শোভা
ঠোঁট দু'টো তোর মনোলোভা
তুই যে প্রাণের পাখি।