বছর ঘুরে আসলো ফাগুন
কৃষ্ণচূড়ার ডালে,
পালাশ শিমুল রঙ ছড়ালো
সাজলো বুঝি লালে।
হৃদয় রাঙা শিমুল ফুলে
লালের আবীর মাখা,
জারুল বনে মনের ময়ুর
আজ মেলেছে পাখা।
সবুজ শাড়ি পরলো তরু
গজায় নতুন কুঁড়ি,
যৌবনে রূপ টলোমলো
আর হবে না বুড়ি।
আমের বোলে ভ্রমর উড়ে
কোকিল ধরে গান,
মাতাল হাওয়া পরাগ মেখে
ভাসায় সুখের বান।
গাঁধাফুলের হলদে চিঠি
ধান শালিকের পায়,
ইষ্টি - কুটুম দেখবে এসো
আমার সোনার গাঁয়।
রঙিন ফুলে মধুর নেশায়
দল বেঁধেছে অলি,
দুঃখ ভুলে ফাগুন দিনে
প্রেমের কথা বলি।
-----+++++----