দুঃখ বিলাস
           - ইয়ামিন বসুনিয়া
*********************
আমার কাছে আর যা আছে
         অবশিষ্ট সুখ,
চাইনা আমি  রাখতে  ওসব
    দাওনা আমায় দুখ।

সুখের বদল হর-হামেশা
     দুঃখ আমি কিনি,
বেচা  কেনার  মাঝে  শুধু
    মানুষগুলো চিনি।

পেলামনাতো খাঁটি মানুষ
     সবার মাঝেই ঘুণ,
ভালোবেসে  খুব  নিরবে
    ঝরায় বুকের খুন।

ভুলতো সবাই বুঝতে পারে
    ঠিক বোঝেনা কেউ,
তুলতে  পারে  হৃদয়  নদে
    নোনা জলের ঢেউ।

আমি  বুঝি  ভিন্ন  মানুষ
   কেউ বোঝেনা তাই,
আমার সাদা আত্মা পুড়ে
     সব করেছে  ছাই।

সবাই শুধু বাহির দেখে
   কেউ দেখেনা মন,
দেখবে কেহ  হৃদয় খুঁড়ে
   পেলাম না সে জন।

যাকগে!আমার কপাল বুঝি
      ইট পাথরে গড়া,
তাইতো  ঘন  বর্ষা  কালেও
    লেগেই আছে খরা।

সুখের পিছে আর ছুটি না
     সুখ দিয়েছি ছুটি,
মনের সুখে তাই বেঁধেছি
    দুখের সাথে জুটি।
------++++++------